1. Apply Now-তে ক্লিক করুন।
2. শূন্য স্থান যথাযথভাবে পূরণ করে LOG IN – এ ক্লিক করুন।
3. এসএমএস –এ পাঠানো APPLICATION NUMBER –টি যত্ন করে রাখুন, ভবিষ্যতে এটি কাজে লাগবে।
4. এরপর FILL UP APPLICATION FORM – এ ক্লিক করুন।
5. আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন। সর্বোচ্চ 4 কোর্সে আবেদন করা যাবে।
6. আবেদনপত্র পূরণ করার পর Save-এ ক্লিক করুন এবং পাশপোর্ট সাইজের ফটো (সর্বোচ্চ ১০০ কে.বি) এবং পুরো স্বাক্ষর সর্বোচ্চ ৩০ কে.বি) স্ক্যান করে Upload করুন।
7. এবার APPLICATION FORM – এর PREVIEW দেখে নিন।
8. Download Application Form –এ ক্লিক করে নিজের পূরণ করা আবেদন পত্র (Application Form) টি প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
9. ভর্তি প্রক্রিয়ার পরবর্তী নির্দেশাবলীর জন্য কলেজের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন।
10. যে কোনও সহায়তার জন্যে 7365098571, 7365098572, 7365098573, 7365098574 (10:00AM to 5:00PM) নম্বরে যোগাযোগ করুন।
ভুল সংশোধনের জন্য ই-মেইল করুন collegeoffice321@gmail.com